ক্যানিং: ক্যানিংয়ের দাঁড়িয়া এলাকা থেকে অবশেষে গ্রেফতার করা হল আনারুল ঢালীর খুনি কাকাকে। মাত্র ১৪ বছরের ভাইপোকে মোবাইল ফোনের লোভে কুপিয়ে খুন করে দীর্ঘদিন পালিয়ে ছিল অভিযুক্ত আলমগীর ঢালী।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন মাস দু’য়েক আগে কাকা আলমগীর মাছ ধরার নাম করে আনারুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিল কিশোর। পরিবারের খোঁজাখুঁজির মাঝে পরদিনই স্থানীয় একটি জলাশয়ে রক্তাক্ত অবস্থায় তার দেহ মেলে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে হামিদা নামে এক মহিলার উপর। তাঁকে জেরা করা হলেও তেমন কোনও তথ্য মেলেনি। এরপরই তদন্তে আরও গভীরে গিয়ে পুলিশ জানতে পারে আসল খুনি আলমগীর ঢালী। তদন্তে উঠে আসে, আনারুলের মোবাইল ফোনটি হাতাতেই তাকে খুন করে কাকা। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করে জলাশয়ে ফেলে পালিয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার রাতে ক্যানিংয়ের দাঁড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে খুন হওয়া কিশোরের মোবাইল ফোনটিও।
পুলিশি জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে আলমগীর। বুধবার তাকে তোলা হয় আলিপুর আদালতে।পুলিশ জানিয়েছে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে খুনের ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চালানো হবে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং এলাকায়। প্রশ্ন উঠছে, একটা মোবাইল ফোনের জন্য এতটা নৃশংস হতে পারে কেউ? এই ঘটনাই যেন সে উত্তর সামনে এনে দিল।
