নরেন্দ্রপুর: ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার সমাবেশে যোগ দিতে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে পথে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। প্রতিবছরের মত এবারও ঢালাইব্রীজ এলাকায় তৈরি হয়েছে জলছত্র শিবির, যেখানে কর্মীদের জন্য পানীয় জল ও গুড়-বাতাসার ব্যবস্থা করা হয়েছে।
এই শিবিরের উদ্যোগে সামনে থেকে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও ঢালাইব্রীজ-কামালগাজি অটো ইউনিয়ন। সকাল থেকেই ঢালাইব্রীজ চত্বরে কর্মীদের জমায়েত শুরু হয়। কুলতলি, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দেওয়া কর্মী-সমর্থকদের অভ্যর্থনা জানানো হয় এই শিবিরে। পথচলতি কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা জল ও গুড়-বাতাসা। স্বয়ং বিধায়ক ফিরদৌসী বেগম কর্মীদের হাতে তা তুলে দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শহীদ দিবসের তাৎপর্য স্মরণ করান। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডলও। শুধু রাজনৈতিক সমাবেশ নয়, পথচলা যেন হয় আরও প্রাণবন্ত, আরও মানবিক—সেই বার্তা দিতেই এই ধরনের উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। প্রচণ্ড গরমে পথচলতি কর্মীদের সামান্য স্বস্তি দিতে এই আয়োজন কর্মীদের মনে বাড়তি উৎসাহের সঞ্চার করেছে।
এই মানবিক প্রয়াস নিঃসন্দেহে তৃণমূলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
