বাসন্তীঃ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এক ব্যবসায়ী যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, শুক্রবার গভীর রাতে বাসন্তীর পালবাড়ি এলাকায় প্রভাকর মণ্ডল নামে এক যুবককে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। যদিও গুলি তাঁর গায়ে লাগেনি, তবে ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্কে রয়েছেন বলে জানান।
আরও পড়ুনঃ ২১শে জুলাই শহীদদের শ্রদ্ধায় রক্তদান শিবির গড়িয়ায়, তৃণমূলের উদ্যোগে রক্তদানে সাড়া
সূত্রের খবর, ঘটনার পরেই বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রভাকর। তবে তিনি কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি। পুলিশের কাছে তিনি জানান, আচমকাই একটি বাইকে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কোনও গুলির খোল বা আগ্নেয়াস্ত্রের প্রমাণ মেলেনি। স্থানীয় বাসিন্দারাও গুলির আওয়াজ শুনেছেন কি না, তা যাচাই করা হচ্ছে। বাসন্তী থানার এক অফিসার জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীর বক্তব্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশের প্রাথমিক অনুমান, বাইকের সাইলেন্সার ফাটার আওয়াজকে গুলির শব্দ মনে করে থাকতে পারেন প্রভাকর। তবুও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রভাকর মণ্ডল স্থানীয়ভাবে বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তাই ঘটনাটির রাজনৈতিক কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন। যদিও এখনো পর্যন্ত কোনও সন্দেহভাজনকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তের জন্য প্রভাকর মণ্ডলের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলছে পুলিশ। পুলিশ ও প্রশাসনের তৎপরতা সত্ত্বেও এলাকায় আতঙ্কের পরিবেশ এখনও কাটেনি।
