মগরাহাটঃ বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট রেলস্টেশনের নিকট হঠাৎই ভেঙে পড়ে একটি রেলগেট। ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার অন্তর্গত এই ব্যস্ত রেলপথে। সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ রেলগেটটি ভেঙে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক। যাত্রীরা এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
আরও পড়ুনঃ ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা সোনারপুরে, নেতৃত্বে লাভলী মৈত্র
ভাগ্যক্রমে, রেলগেট ভেঙে পড়ার সময় কোনও যানবাহন চলাচল করছিল না, ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই দুর্ঘটনা আরও একবার তুলে ধরল রেল অবকাঠামোর দুরবস্থা ও কর্তৃপক্ষের অবহেলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই মগরাহাট রেলস্টেশন ও সংলগ্ন রেলগেটের বেহাল অবস্থার কথা জানিয়ে রেল কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু সেই অভিযোগে কর্ণপাত করেনি রেল দফতর। অভিযোগ, রেলগেটটি বহু পুরনো এবং অতীতেও একাধিকবার এভাবে ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ফরিদুল খান বলেন, “ব্রিটিশ আমলের এই স্টেশন এবং রেলগেট এখনো কোনো সংস্কার পায়নি। বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। আজ গেট ভেঙে পড়ল, যদি কোনও যানবাহন থাকত বা মানুষ থাকত তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেত।”
ঘটনার পর রেল কর্তৃপক্ষ ভাঙা রেলগেটটি মেরামতির কাজ শুরু করেছে। তবে স্থানীয়দের প্রশ্ন—এই অস্থায়ী সমাধান কতদিন চলবে? স্থায়ী সংস্কার কবে হবে? মগরাহাটবাসীর স্পষ্ট দাবি, অবিলম্বে রেলস্টেশন ও রেলগেটের পূর্ণ সংস্কার হোক, তার আগে যেন না ঘটে আরও বড় বিপর্যয়।
