বারুইপুরঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। টংতলা এলাকা থেকে অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে তারা। ধৃতের নাম আমানুল্লাহ মন্ডল ওরফে কালো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রুটিন টহলের সময় পুলিশ খবর পায় যে টংতলা এলাকায় এক ব্যক্তি সন্দেহজনক ভাবে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে।
আরও পড়ুনঃ জয়নগরে বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, জখম এক মহিলা সহ দুই, পলাতক এক
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তখন ধৃত অসংলগ্ন কথা বলতে শুরু করে। এরপর তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শাটার বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ধৃত ব্যক্তি কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে এলাকায় এসেছিল। তবে সে একা ছিল না কি আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার ধৃত আমানুল্লাহকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ তার হেফাজতে নিয়ে আরও তদন্ত চালাতে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। বিচারক সেই আবেদনের উপর শুনানি করে সিদ্ধান্ত নেবেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি এলাকারই এক পরিচিত দুষ্কৃতী। আগেও তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে। পুলিশ এখন তদন্ত করে দেখছে, সে কোনো বড় ষড়যন্ত্রে যুক্ত ছিল কি না এবং অস্ত্র কোথা থেকে পেল। এই ঘটনার পর টংতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করেছে।
