রায়দিঘীঃ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কুমড়ো পাড়া এলাকায় মঙ্গলবার হঠাৎই আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। কয়েক মিনিটের এই প্রাকৃতিক দুর্যোগেই তছনছ হয়ে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের দাপটে ভেঙে পড়েছে অন্তত ১০টি বাড়ি, পাশাপাশি রাস্তায় উপড়ে পড়েছে একাধিক বড় গাছ এবং বিদ্যুতের খুঁটি। ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আরও পড়ুনঃ কৈখালিতে নদীর পাড় রক্ষায় পুলিশ ও সাধারণ মানুষের যুগ্ম উদ্যোগ, পরিবেশ রক্ষায় নজির কুলতলিতে
ঝড়ের আকস্মিকতায় অনেকেই কিছু বুঝে ওঠার আগেই তাদের ঘরবাড়ি ধসে পড়ে। বহু মানুষ কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে প্রাণ বাঁচান। তবে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকাই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঘরের চাল উড়ে গিয়েছে, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে—চোখের সামনেই সব শেষ হয়ে যেতে দেখে ভেঙে পড়েছেন বহু পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পুরনো গাছগুলোর আগেই ছাঁটাই না করায় সেগুলো ঝড়ে উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটিগুলোর অবস্থাও আগেই দুর্বল ছিল বলে দাবি তাঁদের।
ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনে যান ব্লক স্তরের আধিকারিকরা। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও পুনর্গঠনের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, জল এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জেলার বিপর্যয় মোকাবিলা বিভাগ ও বিদ্যুৎ দফতরের কর্মীরাও এলাকা পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তবে এখনো বহু পরিবার বিদ্যুৎ ও নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগে রয়েছেন।
