ভাঙড়ঃ ভাঙড়ের রাজ্জাক খান খুনের তদন্তে বড় সাফল্য কলকাতা পুলিশের। এবার উত্তর ২৪ পরগণার হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হল রফিকুল খান নামের আরও এক অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেই ধৃত কয়েকজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই রফিকুলের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খুনে আরও তিনজন গ্রেফতার, তদন্তে রাজনৈতিক বিতর্ক চরমে
গত সপ্তাহেই ভাঙড়ে গুলি ও ধারালো অস্ত্রের হামলায় খুন হন রাজ্জাক খান। এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ঘটনাটি ঘটার পর থেকেই তদন্তে নামে পুলিশ এবং একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে। রফিকুল-সহ এই নিয়ে রাজ্জাক খান খুনের ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। পুলিশ জানিয়েছে, ধৃত রফিকুল খানকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। তার হেফাজতের আবেদন করা হতে পারে। তদন্তকারীদের দাবি, রফিকুল এই পরিকল্পিত খুনের সঙ্গে সরাসরি যুক্ত। কে বা কারা এই হত্যার মূলচক্রী, কার নির্দেশে এই নৃশংস হামলা, তা জানতেই তার জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই খুনের পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিহত রাজ্জাক খান ছিলেন ভাঙড়ের প্রভাবশালী নেতাদের অন্যতম। তার খুনকে কেন্দ্র করে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠেছে। ইতিমধ্যেই রাজ্যের বিরোধীরা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকেই দায়ী করেছে এই ঘটনাকে। পুলিশ জানিয়েছে, তদন্ত আরও জোরদার করা হয়েছে এবং যারা পলাতক, তাদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
