সোনারপুরঃ শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত রামকমল বিদ্যাপীঠের বিরুদ্ধে। ষষ্ঠ শ্রেণির ছাত্র দীপ নস্করের অভিযোগ, স্কুল ছুটি হয়ে যাওয়ার পর, শনিবার বিকেলে তাকে উচ্চ শ্রেণির কয়েকজন ছাত্র দিয়ে জোর করে ধরে আনা হয় স্কুলের ভিতরে। তারপর স্কুলের টিচার ইনচার্জ জ্যোতির্ময় মণ্ডল তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খুনে আরও তিনজন গ্রেফতার, তদন্তে রাজনৈতিক বিতর্ক চরমে
ঘটনার সময় স্কুল চত্বর কার্যত ফাঁকা ছিল। দীপ প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় আচমকাই তাকে ডেকে পাঠানো হয়। তারপর ঘটে ভয়ানক ঘটনা। দীপের বাবা সত্যজিত নস্করের কথায়, “স্কুলের ভিতর ডেকে নিয়ে যেভাবে আমার ছেলেকে মারা হয়েছে, সেটা কোনো শিক্ষকের কাজ হতে পারে না।” ছাত্রের পরিবারের অভিযোগ, মারধরের ফলে ছেলেটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। হাতে, পায়ে, কনুই ও শরীরের একাধিক অংশে চোট লাগে। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। দীপের মা জানান, “সারা শরীরে আঘাতের দাগ ছিল। আমার ছেলে ভয়ে কাঁপছে, স্কুলেই যেতে চাইছে না।”
সবচেয়ে উদ্বেগের বিষয়, পরিবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গেলে কোনও সহানুভূতিশীল আচরণ মেলেনি। উলটে ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ। অভিযুক্ত টিচার ইনচার্জকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বর্তমানে দীপের পরিবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে তারা। এক শিক্ষক কর্তৃক ছাত্রের উপর এমন আচরণ শিক্ষাক্ষেত্রে ন্যূনতম মানবিকতারও লঙ্ঘন বলেই মনে করছেন অনেকেই। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
