সোনারপুরঃ তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কেন্দ্রীয় শিক্ষাদপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই বিতর্কে এবার মুখ খুললেন লাভলী মৈত্র। কটাক্ষের সুরে তিনি বলেন, “সুকান্ত মজুমদার একজন হাফপ্যান্ট মন্ত্রী। একজন অপদার্থ কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নারীদের অপমান করেন, তা লজ্জার।”
আরও পড়ুনঃ রাজন্যা বিতর্কে লাভলী মৈত্রর কটাক্ষ, “চার আনার পুইশাকের জিএসটি হয় না”, পাল্টা তোপ তৃণমূল বিধায়কের
লাভলী স্পষ্ট জানান, “নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি স্নাতক সম্পূর্ণ করেছি। সেই তথ্য নির্বাচন কমিশনের নথিতেও রয়েছে। কোথাও যদি কোনও প্রিন্টিং মিস্টেক থেকে থাকে, বা কেউ ইচ্ছে করে ভুল তথ্য ছড়ায়, সেটার দায় আমার নয়।” তিনি আরও বলেন, “একজন অধ্যাপক হয়েও যেভাবে মিথ্যে রটনা ছড়িয়েছেন সুকান্ত মজুমদার, তা দুর্ভাগ্যজনক। তিনি একজন পাবলিক প্রতিনিধি, তাঁর কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।” এই ঘটনাকে তীব্রভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বলে দাবি করে লাভলী বলেন, “বিজেপি একটি নারী বিদ্বেষী দল। ওরা কোনও মহিলা রাজনীতিক এগোলে, তাকে অপমান করেই থামাতে চায়। এই অপপ্রচারের বিরুদ্ধে আমি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পারি।”
পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান লাভলী। “উনি যেভাবে আমার ব্যক্তিগত ইমেজে আঘাত করেছেন, তার জন্য পাবলিক ফোরামে ক্ষমা চাওয়া উচিত,” বলেন তৃণমূল বিধায়ক। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। একদিকে কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ, অন্যদিকে লাভলীর পাল্টা আক্রমণে ফের চড়ছে তৃণমূল-বিজেপি সংঘাতের পারদ।
