সোনারপুরঃ রাজন্যা হালদারের অভিযোগের পাল্টা জবাব দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। নাম না করে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “চার আনার পুইশাকের জিএসটি হয় না। রাজন্যাকে দল আগেই সাসপেন্ড করেছে। এখন দু’বছর পর হঠাৎ করে মনে পড়ল ছবি এআই করে ভাইরাল হয়েছে? তখন মনে হয়নি থানায় অভিযোগ করার কথা?”
আরও পড়ুনঃ ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খান খুনে গ্রেপ্তার মোফাজ্জেল মোল্লা, তদন্ত ঘিরে রাজনৈতিক চাপানউতোর
লাভলী আরও বলেন, “মিডিয়াতে বাইট দিয়ে যাঁরা আলোচনায় থাকতে চান, তাঁরা মিডিয়ার জোরেই বেঁচে থাকেন। দলের কাছে রাজন্যা ও তার পরিবারের কিছু তথ্য-প্রমাণও জমা দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের সামনে রাজন্যা অভিযোগ করেন, তার ছবি বিকৃত করে, এআই-এর মাধ্যমে অশ্লীলভাবে সমাজ মাধ্যমে ছড়ানো হচ্ছে। এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন শুরু হয়। যদিও দলের তরফে প্রশ্ন তোলা হয়, কেন তিনি প্রথমে থানায় যাননি। অবশেষে শনিবার সোনারপুর থানা, বারুইপুর জেলা সাইবার সেল, লালবাজার এবং ভবানীভবনে অভিযোগ দায়ের করেন রাজন্যা।
তবে লাভলীর এই মন্তব্যের পর বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজন্যা হালদারের অভিযোগকে হালকা করে দেখাতে চাইছেন লাভলী। অন্যদিকে, রাজন্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, মেসেজেরও কোনও উত্তর দেননি। রাজ্য রাজনীতিতে ফের তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে মনে করছেন অনেকেই। ছাত্র রাজনীতির প্রাক্তন মুখ রাজন্যা হালদারের এই অভিযোগ এবং তার জবাবে লাভলীর প্রতিক্রিয়া তৃণমূলের অন্দরেই একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে।
