জীবনতলাঃ বড়সড় বাইক পাচার চক্রের হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায়। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২১টি চোরাই মোটরবাইক উদ্ধার করল পুলিশ। জীবনতলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাসন্তীর সোনাখালী এলাকা থেকে মইদুল লস্কর নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও এক অভিযুক্তের নাম। এরপর জীবনতলার দাহারানি এলাকা থেকে সাহারুল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ বারুইপুরে বৃদ্ধাকে মারধর ও ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গা থেকে মোট ২১টি বাইক উদ্ধার করেছে পুলিশ। শুধু জীবনতলা বা বাসন্তী নয়, বসিরহাট সহ আশপাশের বিভিন্ন থানা এলাকা থেকেও উদ্ধার হয়েছে চোরাই বাইক। চক্রটি দীর্ঘদিন ধরে এই পাচারচক্র চালাচ্ছিল বলে অনুমান পুলিশের। এই চক্রের সঙ্গে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাইক পাচারের কোনো যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। কারণ এই চোরাই বাইকগুলি সীমান্ত এলাকা হয়ে বাংলাদেশে পাচার হয়ে থাকতে পারে বলেই সন্দেহ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায় পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত কিনা, তার খোঁজেও তল্লাশি চলছে। এই বিষয়ে ক্যানিং-এর এসডিপিও রাম কুমার মন্ডল জানান, “গোটা চক্রটিকে ভাঙার লক্ষ্যে আমরা কাজ করছি। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনের নাম উঠে এসেছে, তদন্ত চলছে।”
পুলিশের এই সাফল্যে স্বস্তিতে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল এবং কোথা থেকে চুরি হওয়া বাইকগুলি সংগ্রহ করা হত, সেই সব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
