ডায়মণ্ডহারবারঃ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হুগলি নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ দু’দিন পর উদ্ধার হল রায়চক এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুনঃনাবালিকার গোপন ছবি তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ডায়মন্ড হারবারে ‘আই লাভ ডায়মন্ড হারবার’ সাইনবোর্ড সংলগ্ন এলাকা থেকে ওই মহিলা হঠাৎ করেই হুগলি নদীতে ঝাঁপ দেন। ঘটনার পরপরই নদীতে তল্লাশি অভিযান শুরু করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। কিন্তু সন্ধ্যা নামার কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে ডায়মন্ড হারবার থানার উদ্যোগে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। তবে তাতেও কোনও হদিস মেলেনি। অবশেষে শুক্রবার দুপুর নাগাদ রায়চক এলাকার হুগলি নদীতে মহিলার দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পারুলিয়া কোস্টাল থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া কোস্টাল থানার ও ডায়মন্ড হারবার থানার পুলিশবাহিনী। যৌথ উদ্যোগে নদী থেকে দেহ উদ্ধার করা হয়। মহিলার মৃতদেহ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা বা মৃত্যু জল ডুবে হয়েছে, না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নদীতে ঝাঁপ দেওয়ার কারণ জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় থানাগুলিতে নিখোঁজ ডায়রির খোঁজ নেওয়া হচ্ছে। অজ্ঞাত পরিচয় এই মহিলার মৃত্যুর পেছনে আত্মহত্যা না কি কোনও অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে—তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
