সোনারপুর: তৃণমূল ঘনিষ্ঠ যুবনেতার সঙ্গে এক ছাত্রীর ভিডিও ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর মহাবিদ্যালয়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কলেজের ইউনিয়ন রুমে এক যুবনেতার মাথা টিপে দিচ্ছেন প্রথম বর্ষের এক ছাত্রী। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কলেজ চত্বরে বিক্ষোভ দেখায় এসএফআই। কলেজ গেটে সংগঠনের পতাকা লাগিয়ে প্রতিবাদ জানানো হয়। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয় কলেজ কর্তৃপক্ষের কাছে।
মূল দাবিগুলি হল —
✔ বহিরাগতদের কলেজে প্রবেশ বন্ধ করা
✔ হাইকোর্ট নির্দেশ মেনে ইউনিয়ন রুম বন্ধ রাখা
✔ অভিযুক্তদের কড়া শাস্তি
✔ রাজ্যজুড়ে ছাত্র সংসদ নির্বাচন
বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলেজে প্রবেশে এদিন দেখা যায় কড়া নিরাপত্তা। পরিচয়পত্র না দেখালে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছাত্রছাত্রীদের অনেকেই জানান, আগে এমন ব্যবস্থা ছিল না।কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এই ঘটনার জেরে ফের একবার রাজ্যের কলেজ রাজনীতিতে উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ— দুটোই স্পষ্ট। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে গোটা ঘটনাকে কেন্দ্র করে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
