ডায়মণ্ডহারবারঃ বুধবার দেশজুড়ে কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা ২৪ ঘণ্টার বনধে ডায়মন্ড হারবারে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। গুরুত্বপূর্ণ বাজার এলাকা ছিল খোলা, রাস্তায় ছিল বাস ও অন্যান্য গণপরিবহন। স্বাভাবিক ছিল জনজীবন। তবে সকালে কিছুটা উত্তেজনা তৈরি হয় শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের দেউলা স্টেশনে।
আরও পড়ুনঃ বামেদের ডাকা ধর্মঘটে সচল ডায়মন্ড হারবার, সাময়িক অবরোধের পর স্বাভাবিক রেল চলাচল
সেখানে ধর্মঘট সমর্থকেরা রেল অবরোধে নামে। কিছুক্ষণের জন্য রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীরা পড়েন সমস্যায়। পরে পুলিশ ও রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। অন্যদিকে, ধর্মঘটের সমর্থনে সিপিএম সহ অন্যান্য বাম দলগুলির পক্ষ থেকে রাস্তায় মিছিল করা হয়। ডায়মন্ড হারবার শহরের একাধিক জায়গায় পতাকা ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান বাম নেতাকর্মীরা। তাদের দাবি, নতুন শ্রম কোড বাতিল করতে হবে, ন্যূনতম মাসিক বেতন ₹২৬,০০০ করতে হবে, এবং দৈনিক ₹৬০০ মজুরি নিশ্চিত করতে হবে।
যদিও বনধের প্রতি সাধারণ মানুষের সাড়া ছিল তুলনামূলকভাবে কম। দোকানপাট খোলা ছিল, অফিস–আদালতেও স্বাভাবিকভাবে কাজকর্ম চলেছে। সব মিলিয়ে ডায়মন্ড হারবারে বনধে আংশিক প্রভাব পড়লেও কোনও বড় অশান্তি হয়নি। প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।
