মন্দিরবাজারঃ দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের লক্ষীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক চিত্রে এল বড়সড় পরিবর্তন। বিরোধী জোট গঠনের পর দীর্ঘ টানাপোড়েনের জেরে এবার সেই জোটেই দেখা দিল ফাটল। সিপিআই(এম) ও নির্দল মিলিয়ে মোট ৪ জন নির্বাচিত সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যার ফলে পালটে গেল পঞ্চায়েতের সংখ্যা গাণিতিক সমীকরণ।
উল্লেখ্য, ১৯ আসনের এই পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় ৮টি আসন। অন্যদিকে বিজেপি ৫, সিপিআই(এম) ৩, কংগ্রেস ১ এবং নির্দল প্রার্থীরা ২টি আসন পান। নির্বাচনের পর সিপিআই(এম), বিজেপি, কংগ্রেস ও নির্দলরা একত্রে জোটবদ্ধ হয়ে বোর্ড গঠন করে। তৃণমূল কংগ্রেসকে তখন বিরোধী আসনে বসতে হয়। কিন্তু পঞ্চায়েতের ক্ষমতার রাশ দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারেনি বিরোধী জোট। সম্প্রতি সিপিআই(এম)-এর ২ জন এবং ২ জন নির্দল সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ব্লক নেতৃত্ব। এর ফলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। যা বোর্ড গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা।
অন্যদিকে, কংগ্রেসের নির্বাচিত প্রধান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে, নতুন রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেস ফের বোর্ড গঠনের উদ্যোগ নিচ্ছে। সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন প্রধান নির্বাচনের দিকেই এগোচ্ছে পঞ্চায়েত।এলাকায় এই ভাঙনকে ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
