নিজস্ব প্রতিবেদনঃ পুজোর ছুটিকে স্মরণীয় করে তুলতে অনেকেই ভিড় ও গরম এড়িয়ে খুঁজছেন একটু নিরিবিলি, ঠান্ডা আর প্রাকৃতিক পরিবেশ। তাঁদের জন্যই দার্জিলিং হতে পারে এই বছরে আদর্শ গন্তব্য। পাহাড়ের রানী নামে খ্যাত এই জায়গা এবার দুর্গাপুজোর আনন্দে মাততে প্রস্তুত।
আরও পড়ুনঃজয়নগরে দক্ষিণ বারাসাত মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণের শুভ উদ্বোধন, উপকৃত হবেন বহু মানুষ
দার্জিলিংয়ের ম্যাল রোড ইতিমধ্যেই সেজে উঠেছে শারদীয় সাজে। কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র সৌন্দর্য্যের পেছনে ছড়িয়ে পড়েছে পুজোর আবহ। অষ্টমীর অঞ্জলি, সন্ধ্যার আরতি, থিমের প্যান্ডেল, আর স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে থাকা পুজোর উৎসব – সবকিছু উপভোগ করা যাবে কাছ থেকেই। এই অভিজ্ঞতাকে আরও মসৃণ করতে পাশে থাকছে ম্যাড অ্যাবাউট ট্রাভেল। প্রতিষ্ঠানটির সহযোগিতায় দার্জিলিং সফর হবে একেবারে পরিকল্পিত এবং ঝামেলাহীন। তাদের হোটেল ম্যাল রোড থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথে। সেখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ঘর, আধুনিক সমস্ত সুযোগ-সুবিধা, এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার মতো ব্যালকনি। একটি ফোন কলেই আপনি পেয়ে যাবেন একদম আপনার মতো করে সাজানো ট্রিপ প্ল্যান। হোটেলে থেকে সহজেই ম্যাল রোডে ঘোরা, স্থানীয় রেস্তোরাঁয় খাওয়া, কেনাকাটা, এমনকি দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনে সফরের সুবিধাও মিলবে।
এই পুজোয় ভিড় নয়, বেছে নিন পাহাড়ের কোলে নিরিবিলি আনন্দ। ম্যাড অ্যাবাউট ট্রাভেল-এর সঙ্গে এবারের শারদীয়া কাটুক দার্জিলিংয়ের মেঘ, রোদ, ঠান্ডা হাওয়া আর পুজোর আলোয় ভরপুর এক অভিজ্ঞতায়।
MAD ABOUT TRAVEL – 8509870920 ও 8240157592
