বারুইপুরঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর উত্তর উকিলপাড়ার ভাই ভাই সংঘে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে সংঘের ভবনের গ্রিল ও তালা ভেঙে ক্লাবের ভেতরে ঢোকে চোরের দল। তারা ক্লাবের একাধিক পিতলের ট্রফি, জিমের কিছু যন্ত্রপাতি, ও সবচেয়ে আশঙ্কার বিষয়—ঘরের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নষ্ট করে দেয়। ক্লাবের এক কোণে যে ঘরটিতে বহুদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র (আইসিডিএস) চলত, সেখান থেকেও পিতলের বাসনপত্র, প্রেসার কুকার, হাঁড়ি-পাতিল সব কিছু চুরি হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা—তদন্তে পুলিশ
এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই সংঘ ভবনে আগেও তিনবার চুরি হয়েছে। অথচ এখনও পর্যন্ত কোনও স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের একাংশ বলছেন, পাড়ার মধ্যে এতগুলো চুরির ঘটনা প্রমাণ করছে যে চোরেরা এলাকাকে নির্ভরযোগ্য টার্গেট হিসেবে বেছে নিয়েছে। প্রশ্ন উঠেছে—পুলিশি টহল এবং ক্লাবের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও। প্রাক্তন সভাপতি অচিন্ত্য কুমার হালদার বলেন, “যেভাবে লাগাতার চুরি হচ্ছে, তাতে মনে হচ্ছে, চোরদের কাছে কোনওভাবে ক্লাবের তথ্য আগেই পৌঁছে যাচ্ছে।” ক্লাবের সদস্য শাকিল বলেন, “অঙ্গনওয়াড়ির বাসনপত্র চুরি হওয়ায় শিশুদের খাবারের আয়োজনও অনিশ্চিত হয়ে পড়েছে। খুব দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় চুরির আশঙ্কা রয়েছে।”
এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ক্লাবের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরের হদিসের চেষ্টা চলছে। পাড়ার মধ্যে এমন লাগাতার চুরি বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
