পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা আবার কুমির আতঙ্কে কাঁপছে। একের পর এক লোকালয়ের পুকুরে কুমির ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক ঘটনায় পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরীনগর সংলগ্ন এলাকায় খোকন বেরা নামক এক গৃহস্থের পুকুরে ফের দেখা গেল দৈত্যাকার কুমির।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খোকনবাবু পুকুরে গিয়ে দেখেন মাছেরা হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে। কাছাকাছি গিয়ে তিনি দেখেন বিশাল এক কুমির পুকুরের মধ্যে মাছ ধরছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে চমকে ওঠে এলাকা। খবর যায় ভাগবতপুর রেঞ্জের বনদপ্তরে। খবর পাওয়ার পর বনকর্মীরা এসে পুকুরটি জাল দিয়ে ঘিরে ফেলেন এবং রাতভর অভিযান চালান। শেষমেশ শুক্রবার সকাল ৭টার মধ্যে চারটি পাম্প বসিয়ে পুকুরের জল কমানো হয়। জল সরতেই দেখা মেলে দৈত্যাকার কুমিরের। সাফল্যের সঙ্গে জাল ফেলে কুমিরটি ধরে ফেলে বনকর্মীরা। পরে তাকে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়, যেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করে রাখা হবে।
উল্লেখ্য, এর আগেও গত এক মাসে একই এলাকার পুকুরে দুবার কুমির ঢুকে পড়ে। প্রতিবারই বনদপ্তর কুমির ধরতে সক্ষম হলেও, কেন বারবার লোকালয়ে কুমির ঢুকে পড়ছে তা নিয়ে উদ্বেগে রয়েছেন বনকর্তারা। নদী থেকে কুমিররা কেন গৃহস্থের পুকুরে ঢুকছে—এ প্রশ্নে এখন দিশেহারা বন দপ্তর ও এলাকাবাসী। তবু কুমির ধরার পর আপাতত কিছুটা স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।
