বারুইপুরঃ “সরকারি শিক্ষা সচল, রাতে প্রশাসনের দপ্তর অচল রাখো” — এই স্লোগানকে সামনে রেখে বারুইপুর মহাকুমা শাসকের অফিস অভিযান করল অল ইন্ডিয়া ডেমোক্রাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর বারুইপুর শাখা।
এই অভিযানের অঙ্গ হিসেবে এদিন বারুইপুর রেল ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল কৃষ্ণ সিনেমার পাশ দিয়ে, বারুইপুর থানা, রেলগেট পেরিয়ে পৌঁছায় বারুইপুর এসডিও অফিস চত্বরে। মিছিলে উপস্থিত ছিলেন বহু সংখ্যক এআইডিএসও-র সদস্য ও ছাত্রছাত্রী। অভিযানের মূল দাবি ছিল দক্ষিণ কলকাতার এক ল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, অবিলম্বে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ফিরিয়ে আনা এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। এআইডিএসও-র পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা ক্ষেত্রে লাগাতার বেসরকারিকরণ, অযোগ্যদের নিয়োগ, শিক্ষক-শিক্ষিকাদের অনুপস্থিতি এবং প্রশাসনের উদাসীনতা — সব কিছু মিলিয়ে আজ সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন।
মিছিল শেষে বারুইপুর মহাকুমা শাসকের দপ্তরে একটি স্বাক্ষর-সংবলিত দাবিপত্র জমা দেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে দাবিগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এআইডিএসও-র দাবি, যতদিন না দাবিগুলির বাস্তবায়ন হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। ছাত্রদের স্বার্থে এটাই তাঁদের দায়বদ্ধতা।
