গঙ্গাসাগর: অম্বুবাচী মেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছিলেন নদীয়ার নবদ্বীপের বাসিন্দা সঞ্জীত দেবনাথ (৫৭)। শেষ পর্যন্ত হ্যাম রেডিও ও প্রশাসনের চেষ্টায় উদ্ধার হয়ে ফিরে এলেন পরিবারের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্বস্তির পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে হ্যাম রেডিওর এই মানবিক ভূমিকা।
আরও পড়ুনঃ রাজমিস্ত্রির কাজে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, শোকের ছায়া সানকি জাহান এলাকায়
চলতি বছর বন্ধুদের সঙ্গে অম্বুবাচী মেলায় ঘুরতে গিয়েছিলেন সঞ্জীতবাবু। আসামের কামাখ্যা মন্দিরে পুণ্যার্থীদের বিশাল ভিড়ের মধ্যে দলছুট হয়ে পড়েন তিনি। মেলার ভিড়ে হারিয়ে যায় তাঁর সমস্ত জিনিসপত্র। অসহায় অবস্থায় এক চায়ের দোকানে বসে ছিলেন সঞ্জীত। সেখানেই তাঁর আলাপ হয় গঙ্গাসাগরের এক পুণ্যার্থীর সঙ্গে। তাঁকে নিজের দুর্দশার কথা জানালে, ওই ব্যক্তি তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রচুর খোঁজাখুঁজির পরও সঞ্জীতের বন্ধুদের খুঁজে না পেয়ে, তাঁকে নিয়ে গঙ্গাসাগরে ফিরে আসেন ওই পুণ্যার্থী। এরপর সঞ্জীতকে বাড়ি ফেরানোর উদ্যোগ নেন তিনি। স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় যোগাযোগ হয় হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিও সদস্য দিবস মন্ডল ও তাঁর দল দীর্ঘ প্রচেষ্টায় সঞ্জীতবাবুর বাড়ির ঠিকানা উদ্ধার করেন।
সঞ্জীতবাবু প্রথমে শুধু নদিয়া জেলার কথা বললেও সঠিক এলাকা বলতে পারছিলেন না। অবশেষে জানা যায়, তিনি নবদ্বীপের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্ত্রী সুমিতা দেবনাথ ও ছেলে সুজিত দেবনাথ গঙ্গাসাগরে এসে পৌঁছান। পরে গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সাহা ও হ্যাম রেডিওর সদস্যদের উপস্থিতিতে সঞ্জীতবাবুকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারকে ফিরে পেয়ে আবেগপ্রবণ সঞ্জীতবাবু জানান, এই অভিজ্ঞতা সারাজীবন মনে রাখবেন। এই ঘটনা ফের একবার প্রমাণ করল—মানবিকতা এখনও জীবিত।
