filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
বারুইপুরঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রামনগর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল আয়োজিত করছে এক ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা। শুরু হয়েছে CISCE রিজিওনাল প্রি সুব্রত কাপ ২৫ এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যা চলবে টানা তিন দিন ধরে।
আরও পড়ুনঃ সাম্যের বার্তা নিয়েই কোদালিয়া দাসপাড়া সার্বজনীনের খুটিপুজো, চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের রত্না চৌধুরি
সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ১১টি দল। অন্যদিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১৫টি দল। ছেলে ও মেয়েদের জন্য আলাদা বিভাগে খেলা অনুষ্ঠিত হচ্ছে। লীগ পর্যায়ের খেলা শেষে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ এবং তার পরেই অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উদ্যোগকে কেন্দ্র করে প্রতিযোগিতা মঞ্চে উপস্থিত ছিলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বিভিন্ন বিদ্যালয়ের প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ক্রীড়াপ্রেমীরা।
সমস্ত অতিথিরাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার কোনও বিকল্প নেই। ছোটবেলা থেকেই খেলাধুলায় উৎসাহ দিতে হবে।” সতীর্থদের উৎসাহে ও প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর এই ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র খেলোয়াড়দের নয়, বরং গোটা এলাকার কাছেই এক বড় উৎসব হয়ে উঠেছে।
