সোনারপুরঃ দক্ষিণ ২৪ পরগনার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম শীতলা মৈত্রী সংঘের দুর্গাপুজো এবার ১৯তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও শুরু থেকেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। সম্প্রতি জাঁকজমকপূর্ণভাবে পালিত হল খুটিপুজো, যার মধ্য দিয়েই শুরু হল মূল পুজোর প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা।
আরও পড়ুনঃ সাম্যের বার্তা নিয়েই কোদালিয়া দাসপাড়া সার্বজনীনের খুটিপুজো, চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের রত্না চৌধুরি
খুটিপুজোর অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বহু বাসিন্দা। সকলের অংশগ্রহণে উৎসবের পরিবেশ এক অন্য মাত্রা পেয়েছে। এবারের পুজো থিমভিত্তিক, যার থিম নির্মাণের দায়িত্বে রয়েছেন অগ্নিস হালদার—যিনি এর আগেও নানা স্বমহিমায় থিম পুজো উপহার দিয়েছেন দর্শকদের। প্রতিমা নির্মাণে থাকছেন প্রতিমা শিল্পী দেবরাজ ভৌমিক, যিনি দীর্ঘদিন ধরেই দক্ষ হাতে দেবীমূর্তি নির্মাণ করে আসছেন। তাঁর নিখুঁত কাজ এবারও দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা।
তবে শীতলা মৈত্রী সংঘ শুধুমাত্র দুর্গোৎসব আয়োজনেই সীমাবদ্ধ নয়। বরং সারাবছর ধরেই ক্লাবের পক্ষ থেকে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড চালানো হয়। রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ, বই বিতরণ, শিক্ষাসহায়তা, ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ক্লাব এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করে আসছে। পুজো কমিটির এক সদস্য বলেন, “আমাদের পুজো শুধু প্রতিমা আর প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে, সমাজকে কিছু দিতে। সেটাই আমাদের আসল পুজো।” এই ভাবনাই শীতলা মৈত্র সংঘের দুর্গোৎসবকে শুধু একটি পুজো নয়, বরং একটি সামাজিক উদ্যোগে পরিণত করেছে।
