সোনারপুরঃ সমাজের ভেদাভেদ ভুলিয়ে এক অন্যরকম বার্তা দিল কোদালিয়া দাসপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। পুজোর ১৫ তম বর্ষে আয়োজিত হল সাড়ম্বরে খুটিপুজো। আর সেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ—পুজো কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রত্না চৌধুরি, যিনি তৃতীয় লিঙ্গের বাসিন্দা।
আরও পড়ুনঃ এস ডি পার্ক উন্নয়ন সমিতির উদ্যোগে রক্তদান শিবির, সমাজসেবায় নিরলস প্রয়াস
এই প্রসঙ্গে পুজোর অন্যতম উদ্যোক্তা দীপক দাস বলেন, “আমরা বিশ্বাস করি দুর্গোৎসব মানেই সকলের উৎসব। তাই সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমাদের এই কর্মযজ্ঞ। রত্না চৌধুরীকে চেয়ারম্যান করে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি—এখানে কোনও ভেদাভেদ নেই।” খুটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস এবং বিশিষ্ট সমাজসেবী শক্তিপদ মন্ডল। তাঁদের উপস্থিতিতে উৎসবের সূচনা হয় এক আলাদা মাত্রা পায়। এবারের পুজোর থিম প্যারিসের বিখ্যাত অপেরা হাউস। সেই অনুযায়ী প্যান্ডেল তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্যান্ডেলের পাশাপাশি শুরু হয়েছে প্রতিমা নির্মাণের কাজও। উল্লেখযোগ্যভাবে, কাঁচা মাটি নয়, প্যান্ডেলের মধ্যেই তৈরি হচ্ছে বিশালাকৃতির প্রতিমা—৩০ ফুট চওড়া ও ১৯ ফুট লম্বা। এই বিশাল প্রতিমা গড়ে তুলছেন কৃষ্ণনগরের এক অভিজ্ঞ মৃৎশিল্পী, যিনি এখানেই বসে দিনরাত পরিশ্রম করে প্রতিমা নির্মাণ করছেন।
পুজো কমিটির এই সাহসী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। সকলের অংশগ্রহণে গড়ে ওঠা এই দুর্গোৎসব সাম্যের বার্তাকে আরও জোরালো করে তুলেছে—দুর্গা শুধু মায়ের রূপ নন, তিনিই মানবতার রূপও।
