বারুইপুরঃ বারুইপুরের শিশু শিক্ষা সদন জি এস এফ পি স্কুলে চালু হল আধুনিক ডিজিটাল ক্লাসরুম। বেসরকারি স্কুলের দাপটে যেখানে সরকারি প্রাথমিক স্কুলে যেখানে পড়ুয়ার সংখ্যা কমছে, সেখানে এই স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা প্রায় ৪৫০। এই পড়ুয়াদের উন্নত শিক্ষার কথা মাথায় রেখে স্কুলে চালু হল ডিজিটাল ক্লাসরুমের, যার নামকরণ করা হয়েছে “এ পি জে আব্দুল কালাম ক্লাস”।
আরও পড়ুনঃ বারুইপুরে খেতমজুরদের দাবি নিয়ে সর্বভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল ও ডিএম অফিস অভিযান
এলাকার বিধা্যক ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “শিশুদের ভবিষ্যতের কথা ভেবে এমন উদ্যোগ সময়ের দাবি। অন্যান্য স্কুলগুলিকেও এই ভাবনা গ্রহণ করা উচিত।” স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি কয়াল জানান, “এই ডিজিটাল ক্লাসরুমে অডিও-ভিজুয়াল ও ই-লার্নিং পদ্ধতিতে শিক্ষাদান করা হবে। এতে ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরও আগ্রহী হবে।” আগামী দিনে এই ক্লাসরুমে এসি বসানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
তবে স্কুলে ঘরসংকট এখন বড় সমস্যা। শিক্ষক-শিক্ষিকারা এই বিষয়টি বিধায়কের কাছে তোলেন। তারই প্রেক্ষিতে বিধায়ক ঘোষণা করেন, নতুন ভবন নির্মাণের জন্য তাঁর বিধায়ক তহবিল থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। এই ডিজিটাল ক্লাসরুম নিঃসন্দেহে বারুইপুরের শিক্ষা জগতে একটি নতুন মাইলফলক হয়ে উঠবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষক মহল।
