বারুইপুর: পথ নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে বারুইপুর পুলিশ জেলার বারুইপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হল ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। এই বিশেষ উপলক্ষ্যে আয়োজিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা। পুলিশ আধিকারিক ও কর্মীদের পাশাপাশি এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষও। মূল উদ্দেশ্য ছিল— পথচলতি মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা।
আরও পড়ুনঃ সোনারপুরে লেভেল ক্রসিংয়ের দাবিতে ট্রেন অবরোধ, উত্তাল রাধাগোবিন্দ পল্লী
এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক সিগন্যাল মানা, জেব্রা ক্রসিং ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা বজায় রাখা, ওভারটেক না করা ইত্যাদি গুরুত্বপূর্ণ নিয়মের বিষয়ে জানানো হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় হেলমেট পরিধান প্রসঙ্গে। হেলমেট ছাড়াই যাঁরা বাইক চালাচ্ছিলেন, তাঁদের বোঝানো হয় নিরাপত্তার দিকটি। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় হেলমেটও। এদিন শুধু পথ নিরাপত্তা নয়, পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। বনায়নের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। গাছ বিলির পাশাপাশি উপস্থিত মানুষদের মধ্যে বনায়ন নিয়ে উৎসাহ জাগিয়ে তোলা হয়।
পথ নিরাপত্তা ও পরিবেশ রক্ষার এমন যুগপৎ প্রয়াস প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই জানান, পুলিশের এমন উদ্যোগ সচেতনতা বৃদ্ধিতে যথেষ্ট কার্যকরী। বারুইপুর ট্রাফিক গার্ড সূত্রে খবর, ভবিষ্যতেও এমন আরও কর্মসূচি গ্রহণ করা হবে যাতে মানুষ পথ চলার নিয়ম মেনে চলে এবং পরিবেশ রক্ষার দিকেও সচেতন হয়। সচেতন নাগরিক সমাজ গড়ার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
