পাথরপ্রতিমাঃ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগরে কয়েকদিন ধরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ‘চিতা বাঘ’ ঘিরে। স্থানীয়দের দাবি, তাঁরা বেশ কয়েকবার গ্রামসংলগ্ন এলাকায় এক বন্যপ্রাণীকে ঘুরে বেড়াতে দেখেছেন। ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কেউ কেউ রীতিমতো বাড়ির বাইরে বেরোতেই ভয় পেতে শুরু করেন।
আরও পড়ুনঃ কসবা কাণ্ডে তদন্তে চাপের অভিযোগ অগ্নিমিত্রা পালের, বিজেপি কর্মীদের পাশে থাকার বার্তা
ঘটনাটি চূড়ান্ত রূপ নেয় যখন উত্তর গোপালনগর এলাকায় রাস্তার ধারে জনসমক্ষে প্রাণীটিকে দেখা যায়। আতঙ্কিত পথচারীরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীরা খবর দেন রামগঙ্গা বনদপ্তরকে। খবর পেয়ে বনদপ্তরের রেঞ্জ অফিসারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা প্রাণীটিকে পর্যবেক্ষণ করার পরই গ্রামবাসীদের আশ্বস্ত করেন— এটি কোনও চিতা বাঘ নয়, বরং একটি বাগরোল বা ফিস কাট। অর্থাৎ, এক ধরনের ছোটো বন বিড়াল, যা মানুষের জন্য মোটেও বিপজ্জনক নয়। এরপর বনদপ্তর আহত বাগরোলটিকে উদ্ধার করে। বনকর্মীদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, প্রাণীটির একটি পা আঘাতপ্রাপ্ত হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় পাথরপ্রতিমার পশু চিকিৎসালয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বাগরোলটির চিকিৎসা চলছে এবং কিছুটা উন্নতি হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলেই তাকে স্বাভাবিক পরিবেশে, অর্থাৎ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
গ্রামবাসীদের মধ্যে এখন স্বস্তি ফিরেছে। ভুল ধারণা থেকে ছড়ানো আতঙ্ক প্রশমিত হয়েছে বনদপ্তরের তৎপরতায়। তবে বনদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যেন এমন কোনও পরিস্থিতিতে গুজব না ছড়ান এবং বনপ্রাণী দেখতে পেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান।
