বারুইপুরঃ কসবা কাণ্ডে পুলিশের তদন্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, নির্যাতিতার পরিবারকে চাপ দিয়ে বলা হচ্ছে যে তারা পুলিশের তদন্তে খুশি। অথচ বাস্তব পরিস্থিতি ভিন্ন। তিনি জানান, প্রথমে চেয়েছিলেন এই ঘটনার তদন্ত করুক কলকাতা পুলিশ, সিবিআই নয়। কিন্তু এখন কলকাতা পুলিশের তদন্ত পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।
আরও পড়ুনঃ বারুইপুরে ডাকাতির ছক বানচাল, সূর্যপুর সেতুর কাছে গ্রেফতার ৩
নির্যাতিতার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেও, বর্তমানে তিনি কাউকে দেখতে চাইছেন না বলে জানিয়ে অগ্নিমিত্রা বলেন, “একজন মহিলা হিসেবে আমরা তাঁকে বিরক্ত করতে চাই না। তাঁর ওপর এবং তাঁর পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, কলেজ পড়ুয়া মেয়েদের উপরে লাগাতার নির্যাতন চলছে, অনেকে মুখ খুললেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। বীরভূমের এক তৃণমূল মহিলা সদস্যকে প্রকাশ্যে হেনস্থা করার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, “এটাই কি বাংলার সংস্কৃতি গড়ে তুলতে চাইছে শাসকদল?”
এদিন বারুইপুর সংশোধনাগারে বিজেপির দুই কর্মী পলাশ মণ্ডল ও শ্রীবাস মণ্ডলের সঙ্গে দেখা করতে যান তিনি। তাঁর দাবি, “ওঁদের হাতে পিস্তল ধরিয়ে ছবি তুলে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।” দলের পক্ষ থেকে তাঁদের পাশে থাকার বার্তা দিতেই তিনি সেখানে যান। অগ্নিমিত্রা জানান, বিজেপির প্রতিটি কর্মী এক একটি পরিবারের সদস্য। বিরোধী দলের কর্মীদের শুধু মিথ্যা মামলায় ফাঁসানোই নয়, সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। পানীয় জল থেকে কাজের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
