সোনারপুরঃ সোমবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রেল দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিট নাগাদ সোনারপুর স্টেশন থেকে ক্যানিং অভিমুখে রওনা হওয়া ক্যানিং লোকাল ট্রেন ধাক্কা মারে একটি ম্যাটাডোর গাড়িকে। ঘটনাটি ঘটে সোনারপুর গণশক্তি মোড়ের কাছে অবস্থিত একটি লেভেল বিহীন (অসংরক্ষিত) রেলক্রসিংয়ে।
আরও পড়ুনঃ কসবার ঘটনা নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া রাজন্যার, তীব্র ভাষায় ধিক্কার বিকৃত মানসিকতাকে
প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাটাডোরটি রেললাইন পার করার চেষ্টা করছিল সেই সময়। ঠিক তখনই দ্রুত গতিতে চলে আসে ক্যানিং লোকাল ট্রেনটি। ট্রেনটি খুব কাছাকাছি চলে আসায় সময়মতো সরে যেতে না পেরে ট্রেনের ধাক্কায় ম্যাটাডোরটি সজোরে লাইনচ্যুত হয়ে রাস্তার এক পাশে ছিটকে পড়ে। তবে গাড়িচালক তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর জিআরপি ও আরপিএফ-এর আধিকারিকেরা। পরে রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। রেলসূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ট্রেনের কোনও বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। রেললাইনের উপর ছিটকে পড়া গাড়ির অংশ দ্রুত সরিয়ে ফেলা হয়েছে।
এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেন ও লাইনের অবস্থা পুরোপুরি পরীক্ষা করার পরেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরেই কোনও গেট বা রেল সিগন্যাল নেই, যার ফলে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। রেল দপ্তরের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
