সোনারপুরঃ কসবার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে যখন তীব্র প্রতিক্রিয়া, তখন মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড ছাত্র নেত্রী রাজন্যা দে। তাঁর কথায়, “এই ঘটনার পর কোনও প্রতিক্রিয়া জানাতে আসাটা সত্যিই লজ্জার। ১১ মাসে দুটো ঘটনা—আমার আর বলার ভাষা নেই।”
আরও পড়ুনঃবিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু দাদার, ভাই গুরুতর আহত – শোকের ছায়া মহেন্দ্রনগরে
রাজন্যার অভিযোগ, “ধর্ষকদের যেভাবে কঠোর বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কথাই আবারও মনে করিয়ে দিচ্ছি। অভিযুক্ত মনোজিতকে বহু দলীয় কর্মসূচিতে দেখেছি। ওর নানা কুকীর্তির কথা আগেও শুনেছি। কিন্তু দল কেন ওকে প্রশ্রয় দিয়েছে, তা ভেবে আমি স্তব্ধ।” তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা বারবার ঘটছে, কারণ সমাজে বিকৃত রুচির মানুষ বাড়ছে। এই মানসিকতা বদলাতে হবে। নাহলে প্রতিবাদ করেও লাভ নেই। আমি নিজেও প্রতিবাদের পথে নেমেছি। শহিদ দিবসের দিন বক্তব্য রাখার পর আমাকেও নানা কুকথা শুনতে হয়েছে। শুধু বাইরের লোক নয়, দলের মধ্যেও অনেকেই কুরুচিকর মন্তব্য করেছে আমার বিরুদ্ধে।”
রাজন্যা জানান, “আমি প্রতিবাদের ভাষা হিসেবে শর্ট ফিল্মকে বেছে নিয়েছি। ওটাই এখন আমার প্রতিবাদের মাধ্যম। চুপ করে থাকলে এসব বন্ধ হবে না।” সেইসঙ্গে তাঁর সাফ কথা—এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেই ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। আর অভিযুক্ত মনোজিতকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। সমাজের বিকৃত মানসিকতা ও অপরাধীদের প্রশ্রয় পাওয়ার সংস্কৃতির বিরুদ্ধে রাজন্যার এহেন সরব অবস্থান ফের একবার রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিল।
