নিজস্ব সংবাদদাতাঃ পাথরপ্রতিমার গোপালনগর অঞ্চলের মহেন্দ্রনগর গ্রামে সোমবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির বিদ্যুৎ লাইনের সমস্যার সমাধান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল গোবর্ধন মাইতি নামে এক বৃদ্ধের (৬৮)। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই নারায়ণ মাইতি (৫৮)। বর্তমানে নারায়ণবাবু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ রায়দিঘিতে জেটিতে ধাক্কা খেয়ে মনি নদীতে ডুবে গেল মৎস্যজীবি ট্রলার ‘মা অন্নপূর্ণা’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই বৃষ্টির কারণে এলাকায় আবহাওয়া খারাপ ছিল। তার মধ্যে তাঁদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। অন্ধকার ঘরে কিছুই দেখা যাচ্ছিল না। সেই কারণেই ভাইয়েরা মিলে বিদ্যুতের লাইনের ত্রুটি খতিয়ে দেখছিলেন। সেই সময় অসাবধানতাবশত গোবর্ধন মাইতি বিদ্যুৎপৃষ্ট হন। ভাই নারায়ণ মাইতি তাঁকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই গোবর্ধন মাইতির মৃত্যু হয়। নারায়ণ মাইতিকে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে, যেখানে তিনি এখনও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই ঘটনায় গোটা মহেন্দ্রনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পরিচিত দুই ভাইয়ের এই আকস্মিক বিপর্যয়ে স্থানীয় মানুষজন ভেঙে পড়েছেন। এদিকে প্রশ্ন উঠছে, বৃষ্টির মধ্যে বিদ্যুৎ সংক্রান্ত কোনও কাজ না করার সচেতনতা কতটা রয়েছে গ্রামাঞ্চলে। এলাকাবাসীদের দাবি, বিদ্যুৎ বিভ্রাট ও ত্রুটিপূর্ণ সংযোগের সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের তরফে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার।ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
