নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার ভোররাতে মনি নদীতে ডুবে গেল একটি মৎস্যজীবি ট্রলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রলারটির নাম ‘মা অন্নপূর্ণা’। বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ট্রলারটি। onboard ছিল প্রায় চার হাজার লিটার ডিজেল, ইলিশ ধরার জাল ও প্রচুর বরফ।
আরও পড়ুনঃ কাকদ্বীপে নকল আধারকার্ড কাণ্ডে চাঞ্চল্য, তদন্তে প্রশাসন
রাত প্রায় তিনটে নাগাদ রায়দিঘি জেটিঘাটে নোঙর করার সময় ঘটে বিপত্তি। জেটি থেকে কিছুটা বেরিয়ে থাকা দুটি মোটা লোহার রড ট্রলারের তলায় ঢুকে পড়ে। এর ফলে একপাশ থেকে ট্রলারটি ফেঁসে যায় এবং দ্রুত জল ঢুকতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই ট্রলারটি জলের তলায় তলিয়ে যায়। নদীতীরেই, জেটির একেবারে লাগোয়া অংশে ডুবে যায় ট্রলারটি। দুর্ঘটনায় ট্রলারের মালিক ও সংশ্লিষ্ট মৎস্যজীবিরা চরম ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক অনুমান অনুযায়ী, লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার পরই স্থানীয় মৎস্যজীবি এবং প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়। তবে এখনও পর্যন্ত ট্রলারটি সম্পূর্ণভাবে উদ্ধার সম্ভব হয়নি।
এই ঘটনার পর নদীতীরবর্তী জেটি এলাকার নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। বহুদিন ধরে রায়দিঘি জেটিঘাটের দুরবস্থার অভিযোগ করে আসছেন স্থানীয়রা। এবার সেই অব্যবস্থার জেরেই ঘটল এই দুর্ঘটনা, দাবি ক্ষতিগ্রস্তদের। তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয় মৎস্যজীবিদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। Fishing season শুরু হতেই এমন দুর্ঘটনায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বহু পরিবার।
