গড়িয়াঃ রথযাত্রার শুভ দিনে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির ৫৩তম বর্ষের দুর্গোৎসবের সূচনা হল খুঁটি পুজোর মাধ্যমে। সকাল থেকেই ক্লাব চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকের আওয়াজ, পূজার গন্ধ, আর মানুষের ভিড়ে যেন পুজোর আগমনী বার্তাই মিলল।
আরও পড়ুনঃস্ত্রীকে মারধরের অভিযোগে অভিযুক্ত কাউন্সিলর, নরেন্দ্রপুর থানার পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের নোটিশ
খুঁটি পুজোর শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য ও দেবলীনা বিশ্বাস। শ্রীতমা বলেন, “রথ টানলে দুর্গা আসে। আজ জগন্নাথের রথ, আবার একই সঙ্গে খুঁটি পুজো—এই মিলনপর্ব খুব ভালো লাগছে। মা যেন সবার মঙ্গল করেন।” দেবলীনা বলেন, “এই মুহূর্তটা খুব স্পেশাল। ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর উদ্যোগের জন্য।” পুজো কমিটির সভাপতি অনির্বাণ গুহঠাকুরতা জানান, “আমাদের পুজো কোনও প্রতিযোগিতার জন্য নয়। পুজো মানেই সকলে মিলে আনন্দ ভাগ করে নেওয়া। এবারের ভাবনা ‘অমৃত সিদ্ধি’—এর মাধ্যমে আমরা শান্তির বার্তা দিতে চাই।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের এক মহারাজ, যাঁর মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানকে আরও পবিত্র করে তোলে।
ক্লাব সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলে মিলেই পালন করলেন পুজোর এই সূচনা লগ্ন। মহিলাদের রঙিন শাড়ি, শিশুদের কোলাহল, আর সবার মুখে হাসি—সব মিলিয়ে খুঁটি পুজোর দিনেই গড়িয়ার এই পাড়ায় ছড়িয়ে পড়ল শারদ উৎসবের আমেজ।
