বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে এলেন রাজ্যের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী পুলক কয়ালের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
অগ্নিমিত্রা পলের অভিযোগ, “দীঘার জগন্নাথ ধামের প্রসাদ মসজিদের সামনে রোহিম মোল্লা নামে এক ব্যক্তি বিতরণ করছিলেন। সেই ঘটনার ভিডিও তুলে পুলক কয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই পরিকল্পিতভাবে তাকে মগরাহাট থানার অন্তর্গত একটি এলাকায় ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলাকারীদের মধ্যে রোহিম মোল্লা, রাসেদ মোল্লা সহ আরও চারজন ছিল।” আহত পুলক কয়াল পেশায় মুদির দোকানের ব্যবসায়ী। বর্তমানে তার হাত, পা সহ শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিমিত্রা পল প্রশ্ন তোলেন, “একজন হিন্দু দেবতার প্রসাদ বিতরণ নিয়ে প্রশ্ন করলে কি তার পরিণাম এমন হতে হবে? পুলিশ কি করছে? কেন আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ প্রশাসন?” হাসপাতাল থেকে বেরিয়ে অগ্নিমিত্রা পল সরাসরি বারুইপুর থানায় যান এবং ঘটনার নিন্দা জানিয়ে লিখিত অভিযোগ জানান। তিনি বলেন, “এই রাজ্যে বিজেপি কর্মীদের কণ্ঠরোধ করতে মারধর, হুমকি, মিথ্যা মামলাই তৃণমূলের অস্ত্র হয়ে উঠেছে। প্রশাসন নির্লিপ্ত, বরং তোল্লা দিচ্ছে দুষ্কৃতীদের। আমরা চুপ করে থাকব না।”
ঘটনার পর পুলকের পরিবারের তরফে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
