সোনারপুরঃ স্ত্রীকে শারীরিকভাবে মারধরের অভিযোগ উঠেছে রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে। এই অভিযোগে ফের চাঞ্চল্য ছড়াল রাজপুর সোনারপুর এলাকায়। অভিযুক্ত কাউন্সিলরের স্ত্রী সরাসরি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ কাউন্সিলারের বিরুদ্ধে স্ত্রীর উপর বর্বর মারধরের অভিযোগ, পুলিশের তদন্ত শুরু
নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর রঞ্জিত মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ পাঠানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে। নোটিশ আজ অথবা কালকের মধ্যে তাঁর হাতে পৌঁছে যাবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। অভিযোগ, মদ্যপ অবস্থায় ঘরে ফিরে স্ত্রীকে বেধড়ক মারধর করেন রঞ্জিত মন্ডল। গায়ে হাত তোলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মানসিক অত্যাচার চালান। ঘটনার পর কাঁদতে কাঁদতে থানায় যান তাঁর স্ত্রী এবং বিস্তারিত অভিযোগ জানান।
একজন জনপ্রতিনিধি হয়ে এ ধরনের আচরণে বিস্মিত এলাকাবাসী। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, যিনি জনসেবার শপথ নিয়ে পদে বসেছেন, তাঁর কাছ থেকে এই ধরনের ব্যবহার সমাজের পক্ষে অত্যন্ত লজ্জার। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযোগের গুরুত্ব বিচার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।
অন্যদিকে, রাজনীতির মহলেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সাধারণ মানুষের প্রশ্ন—জনপ্রতিনিধি কি আইন ও নৈতিকতার ঊর্ধ্বে?
এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে পুলিশ ও সমাজ।
