সোনারপুরঃ ২৬শে জুন বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সোনারপুর থানার পক্ষ থেকে পালিত হল এক সচেতনতা মূলক কর্মসূচি। দিনভর চলল পদযাত্রা, আলোচনা সভা ও সচেতনতার বার্তা ছড়ানোর নানা উদ্যোগ। মূল উদ্দেশ্য—মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং একটি নেশামুক্ত সমাজ গড়ে তোলা।
আরও পড়ুনঃ মাদক নয়, জীবন চাই — জয়নগরে বিশ্ব মাদকবিরোধী দিবসে সচেতনতায় স্কুল পড়ুয়ারা
এই কর্মসূচির অংশ হিসেবে সোনারপুর থানার পুলিশ, সোনারপুর ট্রাফিক বিভাগের কর্মী, সিভিক ভলান্টিয়ার, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা একত্রিত হয়ে পদযাত্রায় অংশ নেন। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাঁরা মাদকের বিরুদ্ধে রাস্তায় বার্তা ছড়ান। “নেশা নয়, জীবন চাই”, “Say No to Drugs”—এই ধরনের বার্তায় মুখরিত হয় সোনারপুরের পথঘাট। এছাড়াও আয়োজিত হয় একটি আলোচনা সভা। সেখানে বক্তারা মাদকের কুপ্রভাব, যুবসমাজের উপর এর নেতিবাচক প্রভাব এবং কীভাবে পরিবার ও সমাজ মিলে এই সমস্যার মোকাবিলা করতে পারে—তা তুলে ধরেন। বক্তৃতা দেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, চিকিৎসক ও সমাজকর্মীরা। তাঁরা জানান, মাদক শুধু শরীর নয়, মন, পরিবার এবং সমাজকেও ধ্বংসের পথে ঠেলে দেয়।
সোনারপুর থানার এক আধিকারিক জানান, “আমরা চাই সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছাক—মাদক নয়, সুস্থ জীবনই হোক লক্ষ্য।” এই কর্মসূচির মাধ্যমে সোনারপুর থানার উদ্যোগ প্রশংসনীয়ভাবে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো উচিত যাতে আগামী প্রজন্ম নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশে বড় হয়ে উঠতে পারে।
