কুলতলিঃ কুলতলির গুরগুড়িয়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পাঁচদিন আগে বাড়ি থেকে চিকিৎসকের কাছে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন অচল মোল্লা নামে এক ব্যক্তি। আজ তাঁরই মৃতদেহ উদ্ধার হল ভাষারবাজার এলাকার এক নদী থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ও শোকের ছায়া।
আরও পড়ুনঃ বিলুপ্ত প্রায় বাটাগুড় বাস্কা কচ্ছপ সংরক্ষণে সাফল্য: সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অভাবনীয় সাফল্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরগুড়িয়া এলাকার বাসিন্দা অচল মোল্লা গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। বহু খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন কোনও সন্ধান না পেয়ে মৈপিঠ কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই থেকেই অচলের খোঁজে তৎপর ছিল পুলিশ। আজ সকালে ভাষারবাজারের এক নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় মৎস্যজীবীরা একটি দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন। মৈপিঠ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে এবং পরিচয় জানার জন্য স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবার থানায় এসে দেহ শনাক্ত করে জানায়, সেটি অচল মোল্লারই দেহ।
পরে দেহটি কুলতলী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কুলতলী থানার পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠায়। মৃত্যুর কারণ নিয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। আত্মহত্যা, দুর্ঘটনা না কি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে—তা জানতে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের আবহ, পাশাপাশি নানা জল্পনা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ।
