কুলপিঃ দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুর এলাকায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ভেঙে পড়ল বাড়ির পুরনো দেওয়াল, চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। মৃতরা হলেন শিবপ্রসাদ মন্ডল (৭৫) ও তাঁর স্ত্রী রেনুকা মন্ডল (৬৫)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আরও পড়ুনঃ ফলতায় পুলিশের সাফল্য: চুরির ৬ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দম্পতি খাবার সেরে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। রাতের অন্ধকারে আচমকা বাড়ির একটি জীর্ণ দেওয়াল ভেঙে পড়ে তাদের ওপর। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা। পরের দিন সকালবেলা স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ছুটে এসে দম্পতিকে দেয়ালের নিচে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীতে। কুলপি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। দুজনকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়ির দেওয়ালটি বহু পুরনো এবং দুর্বল ছিল। বারবার জানানো সত্ত্বেও পাকা মেরামতির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অন্যান্য বসবাসকারী পরিবারদের বাড়ির নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর বিষ্ণুরামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা শোকাহত, একই সঙ্গে আতঙ্কিতও। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিত্যক্ত ও দুর্বল ঘরবাড়ি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
