বারুইপুরঃ কালিগঞ্জে এক ৯ বছরের ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। নদিয়ার কালিগঞ্জে উপনির্বাচনের ভোটগণনার দিন তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব চলাকালীন আচমকা বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তামান্না খাতুন নামে এক শিশুকন্যার। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বারুইপুরে কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ আদি গঙ্গার পাড় দখলমুক্ত করতে গিয়ে বারুইপুরে সেচ দপ্তরকে ক্লাবের বাধার মুখে, উত্তেজনা চরমে
বিক্ষোভ মিছিলটি শুরু হয় বারুইপুর জেলা কংগ্রেসের সেন্ট্রাল অফিস থেকে। মিছিলটি বারুইপুর হাসপাতাল, বাসস্ট্যান্ড হয়ে পৌঁছয় বারুইপুর রেলগেট পর্যন্ত। সেখানেই প্রায় ৪০ মিনিট ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। হাতে ছিল পোস্টার, প্ল্যাকার্ড, যার মাধ্যমে সরাসরি প্রশ্ন তোলা হয়—“তৃণমূলের বিজয় উৎসবে বোমা কেন?”, “তামান্নার মৃত্যুর দায় নেবে কে?”, “মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই।” এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি প্রতাপ মন্ডল। তিনি বলেন, “কালিগঞ্জে তৃণমূলের বিজয় উৎসব চলাকালীন বোমাবাজিতে এক ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। একজন নিরীহ শিশুকে রাজনৈতিক উল্লাসের বলি হতে হল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে তাঁর ব্যর্থতার জন্য অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
প্রদেশ কংগ্রেস জানিয়েছে, এই ঘটনা নিয়ে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। একই সঙ্গে কালিগঞ্জের ঘটনার পূর্ণাঙ্গ বিচারবিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
