নিজস্ব প্রতিবেদনঃ প্রকৃতির কোলজুড়ে কিছু সময় কাটাতে চাইলে চলে আসুন সিকিমের একমাত্র চা-বাগান – টেমি টি গার্ডেনে। এই জায়গার সৌন্দর্য আর নিস্তব্ধতা আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। সাউথ সিকিমে অবস্থিত এই গন্তব্য আজকাল ভ্রমণপিপাসুদের কাছে হয়ে উঠেছে এক জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন।
ম্যাড অ্যাবাউট ট্রাভেল-এর নিজস্ব হোমস্টেতে থাকাকালীন আপনি একদিকে উপভোগ করতে পারবেন সবুজে মোড়া দিগন্ত বিস্তৃত চা-বাগান, অন্যদিকে চোখ রাখলেই দেখা যাবে অপরূপ কাঞ্চনজঙ্ঘা। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গা আপনাকে দেবে মানসিক প্রশান্তি আর ভালোবাসার মানুষটির সঙ্গে নিরিবিলি সময় কাটানোর এক অনন্য সুযোগ।
রাবংলা থেকে এই জায়গার দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। এখান থেকেই আপনি ঘুরে নিতে পারেন নামচির চারধাম, রোপওয়ে, রক গার্ডেন ও বুদ্ধ পার্কের মতো সিকিমের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি। শিলিগুড়ি থেকে টেমি টিগার্ডেনের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। আসা যেতে পারেন নিজের গাড়ি বা রিজার্ভ গাড়ি নিয়ে। আর যদি পকেট-বান্ধবভাবে ঘুরতে চান, তাহলে শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যান্ড থেকে নামচি ও সেখান থেকে শেয়ার গাড়িতে পৌঁছে যান আমাদের হোমস্টেতে।
প্রকৃতিকে আরও কাছ থেকে দেখতে ও অনুভব করতে এখনই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
📞 8509870920 / 8240157592
MAD ABOUT TRAVEL – ভ্রমণ হোক স্মরণীয়, শান্তিপূর্ণ আর ভালোবাসায় ভরা।
