
জয়নগর– ফাঁকা ধানক্ষেতের ধারে অজ্ঞাত পরিচয় এক যুবতীর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধারেল ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানা এলাকার মায়া হাউরি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুরের রথতলায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মহিলার পরিচয় জানতে ইতিমধ্যে আশেপাশের থানায় যোগাযোগ করা হয়েছে বলে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷
আরও খবরঃ বাঘের হামলা রুখতে মৈপিঠে স্থানীয় বাসিন্দাদের নিয়ে জোট বনদপ্তরের
বুধবার সকালে ধানক্ষেতের ধারে ইটের রাস্তার উপর এক যুবতীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটোচালক ৷ দেখার সাথে সাথেই তিনি বিষয়টি জানান মায়াহাউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান আজিজুল রহমান মোল্লাকে ৷ তিনিই বিষযটি বকুলতলা থানায় জানান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে নিমপীঠ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাকে মৄত বলে ঘোষণা করে ৷
বুধবারই তারা ময়নাতদন্তের জন্য পাঠান ৷ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মহিলার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে ৷ মুখের ভেতর কয়েকটি দাঁতও আঘাত করে ভাঙা হয়েছে ৷ তদন্তে নেমে বকুলতলা থানার পুলিশ এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন ৷ ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ বাইরে থেকে মহিলাকে এখানে নিয়ে এসে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷