সোনারপুরঃ কামালগাজি বাইপাস চত্বরে বৄহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। দীর্ঘদিন ধরেই বাইপাসের দু’ধারে বিশেষ করে শাসন এলাকা থেকে কামালগাজি বাজার পর্যন্ত খালের পাড়ে গজিয়ে উঠেছিল একের পর এক বেআইনি দোকান। ফলে বাইপাসের যান চলাচলে ব্যাঘাত ঘটছিল, একই সঙ্গে নষ্ট হচ্ছিল এলাকার সৌন্দর্য ও পরিবেশ।
আরও পড়ুনঃ মাধ্যমিকে কৃতী তালিকায় আবারও সোনারপুর, নজর কাড়লেন প্রেরণা বৈদ্য
প্রশাসনের পক্ষ থেকে আগেই দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল। লাগাতার মাইকিং করে সতর্কও করা হয়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর প্রশাসন সিদ্ধান্ত নেয় কড়া হাতে ব্যবস্থা নেওয়ার। সোমবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী ও সিভিক ভলান্টিয়ারদের ঘিরে শুরু হয় অভিযান। প্রথমে দখলদারদের শেষবারের মতো সরে যাওয়ার অনুরোধ করা হয়। এরপর প্রশাসনের তরফে একে একে গুঁড়িয়ে দেওয়া হয় বেআইনি কাঠামো। দোকানের টিন, কাঠ, ছাউনি—সব কিছু তুলে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক, পুরসভা ও প্রশাসনিক কর্তারা। খালের দু’ধারে থাকা অবৈধ দখল উচ্ছেদের ফলে স্বাভাবিক অবস্থায় ফিরছে বাইপাসের দু’ধার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান চলবে। আগামীদিনে ফের কেউ বেআইনি দখল করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিনের অভিযানের ফলে স্থানীয় মানুষজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকে বলছেন, “এই উদ্যোগ আগেই নেওয়া উচিত ছিল। রাস্তা ও খাল দুটোই দখলমুক্ত হলে এলাকাবাসীর সুবিধা হয়।” বাইপাসকে দখলমুক্ত ও পরিষ্কার রাখতে প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
