
কুলতুলি- বারবার বাঘের হামলার ঘটনা ঘটছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের মৈপিঠে ৷ তার জেরে আতঙ্কের মধ্যে এলাকার বাসিন্দারা ৷ গভীর জঙ্গল ছেড়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বারবার বাঘ চলে আসার ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জনজীবন ব্যহত হচ্ছে ৷ রাতে বাড়ি থেকে বের হতে পাচ্ছেন তারা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মনে ৷ সাধারণ বাসিন্দাদের ক্ষোভের কথা মাথায় রেখেই একাধিক পদক্ষেপ নিল বনদপ্তর ৷ মৈপিঠের বিনোদপুরের কমিউনিটি হলে বনদপ্তরের পক্ষ থেকে একটি আলোচনাসভার আয়োজন করা হয় ৷
এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা ৷ উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা থেকে আরম্ভ করে এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরের জনপ্রতিনিধিরা ৷ কুলতলি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মৈপিঠ উপকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিকও উপস্থিত ছিলেন ৷ এলাকার বাসিন্দারা লোকালয় সংলগ্ন জঙ্গলে জালের ফেন্সিং দেওয়ার ব্যবস্থা জানান ৷ অনেকেই বেআইনীভাবে জঙ্গলের গাছ কাটছে বলেও অভিযোগ ৷ গাছ কাটলে জরিমানার ব্যবস্থা থাকলেও প্রশাসনের নজরদারির অভাবে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ এছাড়া এলাকায় আলোর সমস্যা নিয়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা ৷
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য জানান এলাকায় বাসিন্দাদের স্বার্থে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ সরকারের একাধিক জনমুখী প্রকল্প আছে ৷ সেইসমস্ত প্রকল্পের সুবিধা এলাকার বাসিন্দারা যাতে নেন তার আবেদন জানান তিনি ৷ কেউ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকলে সামনেই দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে সেখান থেকে তারা যেন সরকারি সুবিধা নেন তার আবেদন জানান তিনি ৷ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানান বনদপ্তরের পক্ষ থেকে আরও বেশী করে নজরদারি বাড়ানো হবে ৷ স্থানীয় বাসিন্দাদের যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধানে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার তা নেওয়া হবে বলে জানান তিনি ৷