সোনারপুরঃ রাজপুর সোনারপুর পৌরসভার জয় হিন্দ অডিটোরিয়ামে আয়োজিত হল “আমরুত মিত্র” শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান। এখানে রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প – আমরুত ২.০ এবং DAY-NULM (Deendayal Antyodaya Yojana – National Urban Livelihoods Mission) – একসঙ্গে মিশে ভবিষ্যতের পরিবেশবান্ধব শহর গঠনের রূপরেখা তৈরি করল।
আরও পড়ুনঃ সোনারপুরে গলব্লাডার অপারেশানের পর রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনা
এই প্রকল্পের অধীনে রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্মিত সরকারি জলাধার, পার্ক, বাগান ও অন্যান্য নগরোন্নয়ন পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হল স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হাতে। সরকারি নির্দেশ মোতাবেক এই দায়িত্ব পালনের আগে বুধবার তাঁদের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার পুরপ্রধান পারিষদ নজরুল আলি মন্ডল এবং সোনালী রায়। তাঁরা জানান, “এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্থানীয় মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলা এবং পরিবেশ রক্ষায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।”
বিশেষভাবে উল্লেখযোগ্য, পৌরসভার সার্ধশতবর্ষ উপলক্ষে এবং ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা পৌর এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি নেবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট এবং হর্টিকালচার দপ্তরের আধিকারিকরাও। পরিবেশবান্ধব শহর গঠনে এই ধরনের যুগ্ম উদ্যোগ শহরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করছে।
