নিজস্ব প্রতিবেদনঃ সুন্দরবনের ঘন অরণ্যে এবছরের মধু সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মতো এবারও সরকারের উদ্যোগে ও প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয়েছিল মধু সংগ্রহের প্রক্রিয়া। তবে এবছরের সবচেয়ে বড় স্বস্তির বিষয় — কোনও রকম দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। বাঘের হামলা, বুনো প্রাণীর আক্রমণ কিংবা জলদস্যুর ভয় সবসময়ই থাকে সুন্দরবনের মতো বিপজ্জনক এলাকায়। তবে প্রশাসনের বাড়তি সতর্কতা, নিরাপত্তা জোরদার ও সচেতনতামূলক কর্মসূচির ফলে এই অভিযান শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে প্রতারণা, সোনারপুরে গ্রেফতার দুই
স্থানীয় মৌচাকিরা (মৌলে) জানাচ্ছেন, এবছর বেশ ভালো পরিমাণ মধু সংগ্রহ করা সম্ভব হয়েছে। যদিও কিছু এলাকায় ফুল কম থাকায় মধুর উৎপাদন তুলনামূলকভাবে কিছুটা কম ছিল বলে জানা যাচ্ছে, তবুও সামগ্রিকভাবে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় খুশি সকলেই। বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মধু সংগ্রহের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেককে সুরক্ষা সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রশিক্ষণ beforehand প্রদান করা হয়েছিল।
উল্লেখযোগ্য যে, সুন্দরবনের মধু শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন রাজ্যেও এর চাহিদা রয়েছে। ফলে এই সংগ্রহের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবিকা, আর্থিক স্বনির্ভরতা ও গ্রামীণ অর্থনীতি। সরকারও এই মধু সংগ্রহ প্রক্রিয়াকে পরিবেশবান্ধব ও টেকসই করে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিচ্ছে। সব মিলিয়ে এবছরের শান্তিপূর্ণ ও সফল মধু সংগ্রহ অভিযান সুন্দরবনের জীবনযাত্রায় এক ইতিবাচক বার্তা বয়ে এনেছে।
