নরেন্দ্রপুরঃ নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গড়াগাছা এলাকায় সম্প্রতি মাঠ দখল এবং এক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। সেই অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম বাপ্পা গুছাইত ও রাজু পাইক। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার একটি মাঠ দখলকে কেন্দ্র করে কয়েকদিন আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, সেখান থেকেই উঠে আসে বাপ্পা গুছাইতের নাম।
আরও পড়ুনঃ গোপন ছবি ভাইরাল করার অভিযোগে গ্রেফতার ফটোগ্রাফার, নরেন্দ্রপুর থানার অভিযানে চাঞ্চল্য
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাপ্পাকে প্রথমে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বন্ধু এবং সহযোগী রাজু পাইকের নাম জানতে পারে পুলিশ। এরপর অভিযান চালিয়ে রাজুকেও গ্রেফতার করা হয়। এই দুই অভিযুক্তের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচপোতা এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং মোট ৭ রাউন্ড গুলি।
ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এখন নরেন্দ্রপুর থানার পুলিশ এই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। তদন্তকারীদের মূল লক্ষ্য এখন এদের কাছ থেকে জানা, এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে এবং এদের পেছনে আরও কেউ রয়েছে কি না। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার পেছনে বড় কোনো চক্র থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বাড়াতে পুলিশি টহলও জোরদার করা হয়েছে।
