সোনারপুর: শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা হাতে এক ব্যতিক্রমী মিছিলে পা মেলালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও জনপ্রিয় অভিনেত্রী লাভলী মৈত্র। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শহীদ সেনারা এবং জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ভারতীয় জওয়ানদের স্মরণে এই মিছিলের আয়োজন করা হয়। শনিবার বিকেলে হরিনাভী মোড় থেকে শুরু হয়ে রাজপুর কালীতলা পর্যন্ত এই মিছিল ছড়িয়ে পড়ে দেশপ্রেমের আবেগ।
মিছিলে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী ও স্থানীয় বাসিন্দারা। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। উপস্থিত ছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। লাভলী মৈত্র জানান, “দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণ করাই আমাদের নৈতিক কর্তব্য। এই মিছিল সেই সমস্ত বীর শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক।” তিনি আরও বলেন, “এই আবেগ শুধু রাজনৈতিক নয়, এটি আমাদের নাগরিক দায়িত্বও বটে।”
স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে, শুধু রাজনৈতিক কর্মী নয়, সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নিয়ে শহীদদের স্মরণে এক অনন্য বার্তা দিয়েছেন। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এই ধরনের কর্মসূচি সমাজে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে বলে মনে করেন বিশ্লেষকরা।
