বারুইপুরঃ ১৬ কোটি টাকার জালিয়াতি কাণ্ডে এবার সামনে এল নতুন চমক। অভিযুক্তের বান্ধবীর গল্ফগ্রীনের বাড়ি থেকে বারুইপুর থানার পুলিশ উদ্ধার করল নগদ ১৬ লক্ষ টাকা, প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গহনা এবং একটি চার চাকার গাড়ি। গ্রেফতার করা হয়েছে শতরুপা সরদার নামে ওই মহিলাকে। শতরুপা পেশায় একসময় বার সিঙ্গার ছিলেন। বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত এই নারী অভিযুক্ত তারকনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠ বান্ধবী বলেই জানতে পেরেছে পুলিশ।
আরও পড়ুনঃ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু ১৪ বছরের স্কুলছাত্রের, শোকের ছায়া সোনারপুরে
ঘটনার সূত্রপাত, একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম ব্যবহার করে ১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগে। সেই মামলায় তদন্তে নেমে ৬ই মার্চ নাগেরবাজার এলাকা থেকে তারকনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ১১ লক্ষ টাকার সোনার গহনা, বিলাসবহুল একটি গাড়ি এবং প্রায় এক কোটি টাকার ওষুধের হদিস। মধ্যমগ্রামের একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় আরও ৩৫ লক্ষ টাকার ওষুধ। এছাড়া, তার নামে একাধিক জমির খোঁজও পেয়েছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদে তারকনাথের কাছ থেকে বান্ধবী শতরুপার খোঁজ মেলে। এরপর সোমবার রাতে গল্ফগ্রীনের ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ নগদ টাকা, গহনা ও গাড়ি। আজ শতরুপাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার টাকা বিভিন্নভাবে বিভিন্ন লোকের নামে লেনদেন করে তোলা হচ্ছিল, তারই অংশ ছিল শতরুপার কাছে। পুরো ঘটনার গভীরে যেতে আরও তদন্ত চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতা সহ শহরতলিতে। তদন্তে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
