সোনারপুরঃ সোনারপুরে ফের চাঞ্চল্যকর গ্রেফতার। মাদ্রাজ আইআইটির ছাত্র অর্চন ভট্টাচার্যকে (২২) শনিবার আবারও গ্রেফতার করল পুলিশ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, যার জেরে এর আগেও তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি ফের এক যুবককে হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে শনিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অর্চনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়া এলাকায়। স্থানীয়রা জানান, বরাবরই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল সে। স্কুলে ও কলেজে বরাবর ভালো রেজাল্ট করেছে। তবে আচরণগত দিক থেকে সে বরাবরই কিছুটা চঞ্চল এবং আক্রমণাত্মক বলে পরিচিত ছিল।
আরও পড়ুনঃ সোনারপুর গ্রামীণ হাসপাতালের কর্মীদের তৎপরতায় পরিবারের কোলে ফিরল সাত বছরের আরাধ্যা
২০২৪ সালের জুলাই মাসে চাঞ্চল্য ছড়িয়েছিল চৌহাটি এলাকায়, যখন একটি কুকুর মারধোরের ঘটনাকে কেন্দ্র করে অর্চন তার বান্ধবীর পালিত কুকুরের উপর নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বাড়িতে গিয়ে হামলা চালায়। অভিযোগ, সেই সময় সে ধারালো অস্ত্র নিয়ে দু’জনকে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে দীর্ঘ চিকিৎসার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ এবং ২০২৪ সালের ৬ জুলাই তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ তদন্তের পর তিন মাস আগে সে জামিনে মুক্তি পায়। তবে সম্প্রতি ফের একই পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসে। অভিযোগ, যাদের উপরে আগে হামলা চালানো হয়েছিল, ফের সেই পরিবারেই গিয়ে কুকুরকে মারধোরের ঘটনায় অভিযুক্তদের প্রাণনাশের হুমকি দেয় অর্চন। আক্রান্ত পরিবারের সদস্য গার্গী অধিকারী নামে এক মহিলা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ফের গ্রেফতার করা হয় তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্চনের ব্যবহারে আগেও অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছে। বিষয়টি মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে কিনা, তা নিয়েও ভাবনা শুরু হয়েছে তদন্তকারীদের মধ্যে।এই মুহূর্তে অর্চনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণ বিবরণ জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, তার আগের মামলার সঙ্গে নতুন ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কিনা।স্থানীয়দের দাবি, একজন মেধাবী ছাত্রের এমন ব্যবহার সত্যিই দুর্ভাগ্যজনক। অনেকেই চাইছেন, অর্চনের উপযুক্ত চিকিৎসা ও কাউন্সেলিং হোক, যাতে ভবিষ্যতে সে নিজেকে সঠিক পথে ফেরাতে পারে।
