
সোনারপুরঃ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও অভিনেত্রী লাভলী মৈত্র দোল উৎসব ও হোলির শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। এবছর তিনি ঝাড়গ্রামে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান। রঙের উচ্ছ্বাস, সংগীত, ও প্রাণখোলা আড্ডার মধ্য দিয়ে তিনি আজকের দিনটি কাটিয়েছেন ৷
আরও পড়ুনঃ সোনারপুরে দোল উৎসবে মাতলেন টলিউডের একঝাঁক শিল্পী
দোলযাত্রা বাঙালির অন্যতম প্রধান উৎসব। বসন্তের এই রঙের খেলায় মেতে ওঠে সবাই। লাভলী মৈত্রও ব্যতিক্রম নন। রাজনৈতিক ও অভিনয়ের ব্যস্ত শিডিউলের মাঝেও তিনি সময় বের করে ঝাড়গ্রামে পরিবারের সঙ্গে সময় কাটান। উৎসবের সকালে পুজো দিয়ে দিনটি শুরু করেন তিনি। এরপর বন্ধুদের সঙ্গে রঙ খেলায় মাতেন। আবির ও নানা রঙে রাঙিয়ে দেন একে অপরকে। লাভলী মৈত্র জানিয়েছেন, “দোল ও হোলি আমাদের জীবনে ভালোবাসা, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে আসে। এই দিনটি আমি পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়ে দারুণ উপভোগ করেছি। সবার জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা।”
শুক্রবার ও শনিবার দুদিন ছুটি কাটিয়ে রবিবার থেকেই ফের রাজনৈতিক কর্মসুচিতে জড়িয়ে পড়বেন তিনি ৷ সোনারপুরের গ্রামীণ এলাকায় তার একাধিক কর্মসুচী রয়েছে ৷ জনসংযোগের কর্মসুচীর পাশাপাশি ভোটার তালিকা নিয়েও বাড়ি বাড়ি যাবেন বলে জানিয়েছেন বিধায়ক লাভলী মৈত্র ৷