
সোনারপুরঃ উৎসবের মাঝেই বিষাদের ছায়া ৷ দুর্ঘটনায় মৄত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বাঘের মোড়ে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ প্রতিবাদে রাস্তা অবরোধে নামেন এলাকার বাসিন্দারা ৷ খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷ এই ঘটনায় গাড়িচালককে আটক করেছে পুলিশ ৷
আরও পড়ুনঃ সাত সতীনের মধ্যে সুসম্পর্কের লক্ষ্যে দক্ষিণ বারাসতে শুরু হয় এই দোল উৎসব
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গিয়েছে কালিকাপুরের ঘোষপাড়ার বাসিন্দা তরুণ ঘোষ (৩৮) ও তার আরও দুই বন্ধু কেনাকাটার জন্য দুপুরবেলায় দেড়টার সময় চম্পাহাটির দিকে যাচ্ছিল ৷ সেইসময় নিয়ন্ত্রণ হারি্যে তারা রাস্তায় পড়ে যায় ৷ সেইসময় উল্টোদিক থেকে আসছিল একটি বোলেরো পিক আপ ভ্যান ৷ এই ভ্যানের পেছনের চাকা মৄতের মাথার উপর দিয়ে চলে যায় ৷ তাকে উদ্ধার করে কালিকাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৄত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বিষযটি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন ৷ তারা রাস্তা অবরোধে নামেন ৷ হাসপাতাল মোড়ে তারা রাস্তা অবরোধে নামেন ৷ একটি বাইকে মোট তিনজন ছিল ৷ তাদের কারোর মাথাতেই হেলমেট ছিলনা বলে জানা হিয়েছে ৷
তরুণ ঘোষ একটি প্রাইভেট সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে ৷ তার আট বছরের একটি মেয়ে আছে ৷ তার স্ত্রী চার মাসের অন্তসত্ত্বা বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷